শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
রংপুর-৬

উন্নয়নই শিরীন শারমিনের ভোটব্যাংক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

উন্নয়নই শিরীন শারমিনের ভোটব্যাংক

রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখ হাসিনার শ্বশুরবাড়ি পীরগঞ্জ আসন। এ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে প্রচারণার তুঙ্গে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রতিদিনই ছুটছেন পীরগঞ্জের আনাচে-কানাচে। গণসংযোগ, উঠান বৈঠক আর পথসভায় ব্যস্ত সময় পার করছেন তিনি। রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী ছাড়াও মাঠে আছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের বেলাল হোসেন (হাতপাখা), এনপিপির হুমায়ুন এজাজ (আম), কমিউনিস্ট পার্টির অধ্যাপক কামরুজ্জামান (কাস্তে) এবং বিএনএফের প্রার্থী এ বি এম মাসুদ সরকার মজনু (টেলিভিশন)। পীরগঞ্জসহ পুরো রংপুর জেলায় গত ১০ বছরে বর্তমান ক্ষমতাসীন সরকারের ব্যাপক উন্নয়নই তার জয়ের নেপথ্যে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। যদিও গত নির্বাচনে এ আসনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন। পরে আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে শিরীন শারমিন চৌধুরী এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতিবিজড়িত পীরগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিরীন শারমিন চৌধুরী সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাইছেন। এতে গুরুত্ব পাচ্ছে তার বিগত সময়ের উন্নয়ন কার্যক্রম। পীরগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ওসমানপুর গ্রামের শরিফুল ইসলাম জানান, গেল পাঁচ বছরে পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে সমস্যা চিহ্নিত করে বাস্তবমুখী অনেক উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়ন করেছেন ড. শিরীন শারমিন চৌধুরী। একসময়ের অবহেলিত এই উপজেলাতে উন্নয়নমূলক প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ কারণে পীরগঞ্জের মানুষ বিপুল ভোটে শেখ হাসিনার কন্যাতুল্য শিরীন শারমিন চৌধুরীকে নির্বাচিত করবেন।

সর্বশেষ খবর