সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণসংযোগে ব্যস্ত চুমকি, কারাগারে মিলন

আফজাল হোসেন, টঙ্গী

গণসংযোগে ব্যস্ত চুমকি, কারাগারে মিলন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী মেহের আফরোজ চুমকি। দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে উন্নয়নের কর্মকা  তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। নিজেকে বিজয়ী করতে সভা-সমাবেশ-গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। কে হচ্ছেন গাজীপুর-৫ আসনের এমপি এনিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলছেন, মেহের আফরোজ চুমকি গাজীপুর-কালীগঞ্জের বাসিন্দা হলেও তিনি বসবাস করেন ঢাকায়, প্রয়োজনে তিনি এলাকায় আসেন, এতে অনেকটাই জনবিচ্ছিন্ন রয়েছেন। যার ফলে ভোটাররা আগামী নির্বাচনে চুমকিকে ভোট দেবেন কিনা তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন। এলাকাবাসী মহানগর যুবলীগের আহ্বায়ক তরুণ নেতা কামরুল আহসান রাসেল সরকার বলেন, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি একজন ক্লিন ইমেজের মানুষ, তার কোনো দুর্নাম নেই। তাই তিনি বিপুল ভোটে আবারও বিজয়ী হবেন। এদিকে বিএনপি প্রার্থী একেএম ফজলুল হক মিলন গত বৃহস্পতিবার রাজনৈতিক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে কারাগারে রয়েছেন। এই নেতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। তারপরও দলীয় নেতা-কর্মীরা শঙ্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি নেতা-কর্মীরা বলছেন, খালি মাঠে গোল দেওয়ার জন্য আমাদের নেতা মিলন ভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে এর রায় ব্যালটেই দেবে। আর কত, মানুষ এখন পরিবর্তন চায়। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার বলেন, ধানের শীষের গণজোয়ারের আওয়াজ পেয়ে সরকার বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার শুরু করেছে। আওয়ামী লীগ প্রার্থী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, বিএনপি প্রার্থী নাশকতা মামলার আসামি, তিনি গ্রেফতার হয়েছে এটা আইনের বিষয়, এখানে সরকারের কোনো হাত নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর