সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আনিস ব্যস্ত মাঠে, ইবরাহিম নেতাদের দ্বারে দ্বারে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আনিস ব্যস্ত মাঠে, ইবরাহিম নেতাদের দ্বারে দ্বারে

চট্টগ্রাম-৫ আসনে (হাটহাজারী) মহাজোট প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নির্ভার ভাবে চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ। হেভিওয়েট এ প্রার্থীর নির্বাচনী প্রচারণা তুঙ্গে হলেও ঠিক বিপরীত চিত্র ২০-দলীয় জোটের প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের। তিনি এখনো বিএনপি নেতাদের সঙ্গে দূরত্ব কমাতে ঘুরে বেড়াচ্ছেন তাদের দ্বারে দ্বারে। তাই তিনি শনিবার পর্যন্ত প্রচারণা শুরুই করতে পারেননি। চট্টগ্রাম-৫ আসনের মহাজোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছি। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সব নেতা-কর্মী মহাজোট প্রার্থীকে জেতাতে কঠোর পরিশ্রম করছেন। প্রতিদিন ১২ থেকে ১৫টি পথসভা করছি। জনগণের পক্ষ থেকে খুবই সাড়া পাচ্ছি।’

২০-দলীয় জোটের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘হাটহাজারীতে বিএনপির তিনটি শক্তিশালী গ্রুপ রয়েছে। এতদিন তাদের সঙ্গে সমন্বয় করতে সময় নিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন আমার জন্য মাঠে নামবেন। এবার সবাইকে নিয়ে একজোট হয়ে ধানের শীষ প্রতীকের জন্য মাঠে নামব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। ১৬ ডিসেম্বর থেকে মাঠে নামার পরিকল্পনা ছিল। তাই ১৬ ডিসেম্বর থেকে মাঠে থাকব। তাই প্রচারণা দেরিতে শুরু করেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর