সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকার হ্যাটট্রিক জয় নাকি বিএনপির পুনরুদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

নৌকার হ্যাটট্রিক জয় নাকি বিএনপির পুনরুদ্ধার

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনটি বেশিরভাগ সময়ই আওয়ামী লীগের দখলে ছিল। বিএনপি চাচ্ছে আসনটি ফিরে পেতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হাট-বাজারসহ সর্বত্র আলোচনায় নীরব ঝড় বইছে। পোস্টার-ব্যানার আর প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এ আসনে নৌকা আর ধানের শীষের লড়াই হবে এমনটাই বললেন তৃণমূলের সাধারণ মানুষ। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপির হ্যাটট্রিক জয় না বিএনপি প্রার্থী সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া পুনরুদ্ধার এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ওয়ারেন্ট ছাড়া নেতা-কর্মীদের গ্রেফতার, নির্বাচনী ব্যানার ও পোস্টার রাতের আঁধারে অপসারণ করা, নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী কাজ না করতে নানা রকম হুমকি, নির্বাচনী আইনের নানা ব্যাখ্যা ও কথা বলে প্রচারণায় বাধা, দলীয় ক্যাডার দিয়ে প্রাণনাশের হুমকি এবং মামলায় জড়িয়ে পুলিশ ও র‌্যাব দিয়ে গ্রেফতার করানোসহ ভয়ভীতি দেখানো হচ্ছে এমনটাই অভিযোগ করেন বিএনপির দলীয় প্রার্থী আখতারুজ্জামান মিয়া। তিনি বলেন, সরকারের দমনপীড়ন সহ্য করে সাধারণ নেতা-কর্মীদের নিয়ে মাঠে আছি। এরপরেও সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারলে ৩০ ডিসেম্বর ধানের শীষ বিজয়ী হবে এমনটাই আশা করছেন তিনি। অপরদিকে, গত ১০ বছরের উন্নয়ন দেখে ভোটাররা ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে বিজয়ী করবেন এমনটাই বলছেন তৃণমূলের নেতা-কর্মীরা। সকাল-সন্ধ্যা নির্বাচনী প্রচারণায় টানা ১০ বছরের উন্নয়ন ও অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ভোটারদের সহযোগিতা চাইছেন আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর