মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
মাঠে অনুপস্থিত ঐক্যফ্রন্ট

আওয়ামী লীগের জমজমাট প্রচারণা

রাহাত খান, বরিশাল

আওয়ামী লীগের জমজমাট প্রচারণা

নগরীর নবগ্রাম রোড এলাকায় নৌকা মার্কায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী (কর্নেল) অব. জাহিদ ফারুক শামীম

নির্বাচনী প্রচারণার অষ্টম দিনেও বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলায় পা পড়েনি বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের। প্রার্থী তো নয়ই, এমনকি ওই দলের থানা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির কোনো তৎপরতা নেই আগৈলঝাড়ায়। ওই উপজেলায় কোনো ধরনের পোস্টার ব্যানার লিফলেট কিংবা মাইকিংও নেই ধানের শীষের। একই অবস্থা বিরাজ করছে বরিশাল-৪ আসনের হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলায়। ওই আসনের কোথাও গতকাল অষ্টম দিনেও পা পড়েনি ঐক্যফ্রন্ট প্রার্থী নাগরিক ঐক্যের জে এম নুরুর রহমান জাহাঙ্গীরের। তিনি বরিশালের একটি আবাসিক হোটেলে থাকছেন আর মিটিং করে সময় পার করছেন। কবে নাগাদ নির্বাচনী এলাকায় যাবেন তাও নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।  বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মহাজোট প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। গত ১০ বছরে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন বরিশালের প্রভাবশালী নেতা হাসানাত আবদুল্লাহ।  আগৈলাঝাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব বলেন, বরিশাল-১ আসনের মহাজোট প্রার্থী প্রভাবশালী আবুল হাসানাত আবদুল্লাহর বাড়ি আগৈলঝাড়ায়। তিনি মাঠে না নামায় আগৈলঝাড়ার থানা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে বিএনপির কোনো ধরনের কার্যক্রম কিংবা প্রচার-প্রচারণা চলছে না।

এদিকে বরিশাল-৪ আসনের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় গতকাল অষ্টম দিনেও পা পড়েনি ঐক্যফ্রন্ট প্রার্থী নাগরিক ঐক্যের জেএম নুরুর রহমানের। বরিশাল-৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী নাগরিক ঐক্যের জেএম নুরুর রহমান জাহাঙ্গীর জানান,  তিনি শিগগিই এলাকায় প্রচারণায় যাবেন। তবে কবে যাবেন তা নিশ্চিত করে বলেতে পারেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর