মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর-৫

গাজীপুরে চুমকির জমজমাট নির্বাচনী প্রচারণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চুমকির জমজমাট নির্বাচনী প্রচারণা

গাজীপুর-৫ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে অলিগলি চষে বেড়াচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি। ইতিমধ্যে তিনি জমজমাট নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রতিদিনই উঠান বৈঠক, পথসভার মাধ্যমে নির্বাচনী এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি গতকাল সকাল থেকে কালীগঞ্জের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভা করেছেন।  মোটকথা কালিগঞ্জ এখন নৌকার জোয়ারে ভাসছে। তিনি জামালপুর ইউনিয়নের খলাপাড়া, ভুইয়াব, ঈশ্বরপুর, এবিএল গেইট, বাহাদুরসাদী মোড়, জামালপুর ইউনিয়নের চুপাইর মাদ্রাসা, জামালপুর চৌরাস্তা, কালীগঞ্জ পৌর এলাকার বালিগাঁও, ঘুনাপাড়াসহ বিভিন্ন স্থানে অনুরূপ কর্মসূচি পালন করেন। আসনটির নারী ভোটাররা জানায়, প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি কালীগঞ্জ উপজেলায় বেশ কিছু রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছেন। নারীর ক্ষমতায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ফের নির্বাচিত হবেন বলে ভোটারদের প্রত্যাশা। ভোটারদের সঙ্গে আলাপকালে জানা গেছে, প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি কালীগঞ্জ উপজেলায় বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, নতুন বিদ্যালয় ভবন, হাসপাতাল, ক্লিনিক, কর্মজীবী মহিলা হোস্টেল, শিশু দিবাযতœ কেন্দ্র  (ডে-কেয়ার সেন্টার), আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও সংস্কার, শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বিতরণ করেছেন। এদিকে রবিবার মেহের আফরোজ চুমকি এ আসনেই মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য মো. আখতারউজ্জামানকে সঙ্গে নিয়ে একই মঞ্চে সভা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর