মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রাম নগরীর চারটি আসনে হেভিওয়েটদের মর্যাদার লড়াই

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীর চারটি আসনেই চরম অগ্নিপরীক্ষায় পড়ছেন হেভিয়েটরা।  নগরীর সবকটি আসনেই লড়ছেন দুই জোটের ‘হেভিওয়েট’ সব প্রার্থী। তাই প্রত্যেক আসনেই মর্যাদা রক্ষার জন্য নির্বাচনী উত্তাপ ছড়িয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে এবার চলছে অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই। এ আসনে মহাজোটের হয়ে লড়ছেন জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দীন খান বাদল। এ আসন থেকে তিনি সর্বশেষ দুই জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। পক্ষান্তরে ২০-দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে। ভোটের রাজনীতিতে তিনি নতুন হলেও তৃণমূলে রয়েছে তার জনপ্রিয়তা। হেভিওয়েট বাদলের অগ্নিপরীক্ষা নেবেন রাজনীতির মাঠের ‘পক্ব’ আবু সুফিয়ান। চট্টগ্রাম নগরীর ‘হাইভোল্টেজ’ আসন হিসেবে ধরা হয় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনটিকে। অনেকে এ আসনটিকে সরকার গঠনের জন্য ‘পয়ামন্ত’ মনে করেন। এ আসনটিকে ঘিরে প্রবাদ রয়েছে- ‘কোতোয়ালি আসন যারা জেতে, তারাই সরকার গঠন করে’। স্বাধীনতার পর থেকে এ প্রবাদটি বার বার প্রমাণিত হয়ে আসছে। এ হাইভোল্টেজ আসনে এবার ২০-দলীয় জোট থেকে নির্বাচন করছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভোটের মাঠে দুজন নতুন হলেও মাঠের অবস্থান দুই জনই ‘সেয়ানে সেয়ান’।   চট্টগ্রাম-১০ আসনে হবে সাবেক দুই মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও আওয়ামী লীগের ডা. আফসারুল আমিনের লড়াই। দুজনেরই রাজনীতিতে রয়েছে ‘ক্লিন-ইমেজ’।  বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর অবস্থিত চট্টগ্রাম-১১ নম্বর সংসদীয় আসন এলাকায়। এবার নির্বাচনে ২০-দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। পক্ষান্তরে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে টানা দুইবারের সংসদ সদস্য এম এ লতিফকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর