মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুষ্টিয়া-৪

আওয়ামী লীগের নবীনের সঙ্গে বিএনপির প্রবীণের লড়াই

কুষ্টিয়া প্রতিনিধি

নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে। জেলার অপর তিনটি আসনে বিএনপি প্রার্থী ও সমর্থকদের সেভাবে নির্বাচনী মাঠে পাওয়া যাচ্ছে না। তবে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাব জর্জের পাশাপাশি বিএনপি মনোনীত প্রার্থী দুইবারের এমপি সৈয়দ মেহেদি আহমেদ রুমীও জোর কদমে প্রচারণা চালাচ্ছেন। এ আসনে কখনই কোনো দলের একক কর্তৃত্ব দেখা যায়নি। ১৯৯১ সালের নির্বাচনে এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হলেও ১৯৯১ ও ২০০১-এর নির্বাচনে বিএনপির সৈয়দ মেহেদি আহম্মেদ রুমী নির্বাচিত হন। তবে ২০০৮-এর নির্বাচনে ফের আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী জয়লাভ করেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে  মনোনয়ন পেয়েছেন একেবারে নতুন মুখ বয়সে তরুণ ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের প্রবীণ  নেতা কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি দুইবারের এমপি সৈয়দ মেহেদি আহম্মেদ রুমী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর