বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থীরা এতিম

রোমান চৌধুরী সুমন নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জাতীয় ঐকফ্রন্টের প্রার্থীরা এখন এতিম। বিশেষ করে জেলার শীর্ষ নেতারা প্রার্থীদের অনেকটা এড়িয়ে চলছেন। কেন্দ্রীয় চাপে ‘প্রার্থীদের পাশে আছি, থাকব’ বলে দু-এক দিন মাঠে থাকলেও এখন আর খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের। এ ছাড়া মনোনয়ন-বঞ্চিত নেতারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন।

জানা যায়, নারায়ণগঞ্জের ৫টি আসনে অযোগ্য, কর্মীবিচ্ছিন্ন ও অজ্ঞাতপরিচয় প্রার্থী নিয়ে প্রথম থেকেই হতাশ ছিলেন শীর্ষ নেতারা। ওইসব প্রার্থীর সঙ্গে মাঠে নেমে ভোট চাইতে শীর্ষ নেতারা কর্মীদেরও বশে আনতে পারছেন না। আবার অনেক নেতার মতে, জেলায় সরকারি দলের প্রার্থীরা প্রভাবশালী। নিজেরা প্রার্থী হতে না পেরে ওইসব অযোগ্য প্রার্থীর জন্য ভোট চেয়ে মাঠে নেমে সরকারি দলের অহেতুক শত্রুতা বাড়াতে চাইছেন না তারা। কারণ ওইসব প্রার্থীর অনেকেই  অতীতে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন না। সেই বিচারে নির্বাচনের পর কোনো সমস্যা হলে তাদের আর খুঁজেও পাওয়া যাবে  না।

সর্বশেষ খবর