রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন?

রকমারি ডেস্ক

আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন?

ভোট কারচুপি ও একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার ঘটনা অতীতে অহরহ ঘটেছে। তবে আপনার ভোট যেন অন্য কেউ দিতে না পারে সে জন্য আপনাকে সচেতন হতে হবে। অনেকে মনে করেন আপনার ভোট যদি অন্য কেউ দিয়ে দেয় তবে আপনি ভোট দিতে পারবেন কি না। এ ধারণা ঠিক নয়। আসুন জেনে নেই আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন? কেউ আপনার ভোট দিলে হতাশ হবেন না। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আপনি যদি আপনার ভোটার আইডি বা ভোটের স্লিপ বা আঙ্গুলের ছাপ দিয়ে নিশ্চিত করতে পারেন আপনি ভোট দেননি তবে আপনি ভোট দিতে পারবেন। প্রিসাইডিং অফিসার তার সই করা ব্যালটে আপনার সিল গ্রহণ করবেন এবং সেটি তার কাছে রেখে দেবেন এবং গণনার সময় এটি যুক্ত করবেন? এই ভোটকে বলা হয় ‘টেন্ডার ভোট’।

সর্বশেষ খবর