১২ জুন, ২০১৮ ০২:৫৫

রাশিয়ায় সোনায় মোড়া ব্যাগ নিয়ে এসেছেন নেইমার

অনলাইন প্রতিবেদক

রাশিয়ায় সোনায় মোড়া ব্যাগ নিয়ে এসেছেন নেইমার

চার বছর আগে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সঙ্গে সেই ম্যাচে এক চোটেই স্বপ্নভঙ্গ৷ সেবার ঘরের মাঠে চোখের পানিতে ফ্যানদের হতাশ করেই মাঠ ছাড়তে হয়েছিল৷ গ্যালারিতে বসে দেখতে হয়েছিল জার্মানির কাছে ১-৭ গোলের হার৷

চার বছর পর আরও একটা বিশ্বকাপ৷ কাপ জয়ের স্বপ্ন নিয়ে দলের সঙ্গে রাশিয়ায় পা রাখল সেদিনের সেই চোট পাওয়া ব্রাজিলের ওয়ান্ডার কিড নেইমার৷ বিমানবন্দরে নামতেই তার দিকে তাক করা হাজারও ক্যামেরা৷ নেইমির ঠোঁটের কোণে হাজার ওয়াটের হাসি৷ আর চোখে এক বুক স্বপ্ন৷ ইস্পাত কঠিন মানসিক প্রস্ততি নিয়ে সদ্য পায়ের চোট সারিয়ে মাঠে ফিরেছেন৷ প্রস্তুতির দুই ম্যাচেই গোল পেয়েছেন৷ এবার মূলপর্বের অগ্নিপরীক্ষা৷

বিশ্বকাপে তার ফুটবল স্কিলের দর্শন যেমন দেখা যাবে, তেমন স্টাইলেও অন্যদের মাত দিতে পারেন নেইমার৷ রাশিয়ায় পৌঁছে প্রথম দিনই সেই ঝলক দিয়ে রাখলেন৷ যে ব্যাগ কাঁধে নিয়ে বিমান থেকে তিনি নামলেন, তা সোনার মোড়া। এখানেই শেষ নয় চমক আরও আছে৷ ৭০০ পাউন্ড মূল্যের সেই ব্যাগের সঙ্গে নিজের কাপ জয়ের জন্য পরিবারের আশীর্বাদ বয়ে বেড়াচ্ছেন নেইমার৷ 

সেই ব্যাগের পিছনে রয়েছে নেইমারের পরিবারের মা-বাবা, বোনসহ ছেলের ছবি৷ সেই ছবিগুলোই পরের এক মাস নেইমারের সঙ্গী হতে চলেছে৷ আগামী ১৭ জুন রস্তভ-অন-ডনে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল৷ ২২ ও ২৭ জুন গ্রুপে তাদের প্রতিপক্ষ যথাক্রমে কোস্টারিকা ও সার্বিয়া৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর