১২ জুন, ২০১৮ ১৫:২২

লুজনিকি স্টেডিয়ামে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

রাশেদুর রহমান, মস্কো থেকে:

লুজনিকি স্টেডিয়ামে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

ছবি: রাশেদুর রহমান।

রাশিয়া বিশ্বকাপের বাঁশি বেজে উঠেছে। পুরো মস্কো জুড়ে সাজ সাজ রব। বিশ্বকাপের আনন্দে মেতে উঠেছে রুশ নাগরিকরা। আর বিশ্বকাপকে ঘিরে লুজনিকি স্টেডিয়ামে মহাকর্মযজ্ঞ হয়েছে। এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তুলির শেষ আচঁর দিচ্ছেন কারিগররা।

মস্কোর এই স্টেডিয়ামেই হবে ২১তম বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। লেনিন, স্ট্যালিন ও পুতিনের দেশে বিশ্বকাপ আসরের ১২টি ভেন্যুতে খেলা হলেও লুজনিকি বিশেষত্ব জাতীয় স্টেডিয়াম হিসেবে। মস্কোর এই স্টেডিয়ামটির পূর্ব নাম ছিল সেন্ট্রাল লেনিন স্টেডিয়াম। এর দর্শক ধারণ ক্ষমতা ৮১ হাজার।

আগামী ১৪ জুন এই লুজনিকিতেই পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। যেখানে বিশ্বের ৩২টি দল শিরোপা জয়ের লড়াইয়ে নামবে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর