১৭ জুন, ২০১৮ ২৩:৫০

জার্মানির বিপক্ষে রাফায়েল মারকুয়েজের অনন্য রেকর্ড

অনলাইন ডেস্ক

জার্মানির বিপক্ষে রাফায়েল মারকুয়েজের অনন্য রেকর্ড

সংগৃহীত ছবি

বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলেছেন মেক্সিকান ফুটবলার রাফায়েল মারকুয়েজ। এর আগে পাঁচবার বিশ্বকাপ দলের স্কোয়াডে থাকার রেকর্ড আছে তিনজন ফুটবলারের একজন অ্যান্তোনি ক্যারবাজাল মেক্সিকোর সাবেক গোলরক্ষক। ইতালির গোলরক্ষক জিয়ান লুইজি বুফন ও আরেকজন জার্মান মিডফিল্ডার লুথার ম্যাথিয়াস। এর মধ্যে একজন পাঁচবার স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে খেলার সুযোগ পাননি।

৩৯ বছর বয়সী মিডফিল্ডার রাফায়েল মার্কেজ স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ১৬৩ ম্যাচ খেলেন। আর ১৯৯৭-তে মেক্সিকো জাতীয় দলের হয়ে অভিষেকের পর ১৪৩ ম্যাচে ১৯ গোল করেন তিনি। 

এদিকে রাফায়েলের রেকর্ডের দিনে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকানরা। ৩৫ মিনিটে হারভিং লুজানোর দারুণ এক গোলে এগিয়ে যায় মেক্সিকো। সেই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে হার্নান্দেজ-মারকুয়েজরা। ফলে এফ গ্রুপ থেকে প্রথম ম্যাচেই জার্মানির কাছ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিল মেক্সিকো।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর