১৮ জুন, ২০১৮ ০০:৪৭

প্রথমার্ধে ১-০তে এগিয়ে ব্রাজিল

অনলাইন ডেস্ক

প্রথমার্ধে ১-০তে এগিয়ে ব্রাজিল

সংগৃহীত ছবি

রাশিয়ার রুস্তভ স্টেডিয়ামে ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ব্রাজিল।

পিলিপ কুতিনহোর গোলে ২০ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে দারুণ একটি কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কুতিনহো। শটটি গোল পোস্টের সাইড বারে লেগে ভেতরে প্রবেশ করে। বিশ্বকাপে এটি কুতিনহোর প্রথম গোল।

আর প্রথম ম্যাচেই গোল করে নিজের সক্ষমতার জানান দিলেন এ বার্সেলোনা ফরোয়ার্ড।

এদিকে রুস্তভ স্টেডিয়ামে সব দ্বিধা দ্বন্দ্ব দূর করে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছেন নেইমার।

আর স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের এক ঘনিষ্ঠ বন্ধুর ফাঁস হওয়া একাদশই মাঠে নামিয়েছেন কোচ তিতে। অন্যদিকে সুইস কোচ পেত্রোভিচ ভ্লাদিমির দলে রেখেছেন তারকা স্ট্রাইকার জর্ডান শাকিরিকে। 

ব্রাজিলের একাদশ:
আলিসন, দানিলো, থিয়াগো, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, কুতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসুস।

সুইজারল্যান্ড একাদশ
ইয়ান সোমার, মানুয়েল আকানজি, হারিস সেফেরোভিচ, স্তেফান লিখস্টাইনার, গ্রানিত ঝাকা, ভালোন বেহরামি, রিকার্দো রদ্রিগেজ, স্তেভেন জুবার, হেরদান শাকিরি, ফাবিয়ান শায়ের।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর