১৮ জুন, ২০১৮ ১০:৫৩

দলকে সাফল্য এনে দেওয়ার জন্য প্রস্তুত হ্যারি কেন

অনলাইন ডেস্ক

দলকে সাফল্য এনে দেওয়ার জন্য প্রস্তুত হ্যারি কেন

নেতৃত্বের চাপ অনেক সময় খেলার ওপর প্রভাব ফেলে। এমন অনেক ফুটবলার রয়েছেন, যারা নেতৃত্বের চাপ নিতে পারেন না। দলের আর্মব্যান্ড তার ওপর বোঝা হয়ে দাঁড়াবে না, এমনই জানিয়েছেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। 

এমনকি ব্যক্তিগত সাফল্য নিয়েও তিনি ভাবতে নারাজ। তার কাছে প্রাধান্য পাচ্ছে দলের সাফল্য। টিউনিশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামার আগে ইংল্যান্ড দলের অধিনায়ক বলেছেন, ‘লোকে যাই বলুক না কেন, দলকে সাফল্য এনে দেওয়ার জন্যই ঝাঁপিয়ে পড়ব। আমার কাছে দলের সাফল্যই আগে। আমি দলকে নেতৃত্ব দেই আর না দেই, আমার খেলার মানসিকরতার কোনও পরিবর্তন হবে না। দলের জন্যই সেরা সিদ্ধান্ত নেব। আর আশা করছি, সেটা সঠিক সিদ্ধান্তই হবে।’‌ 

তিনি আরও বলেন, ‘‌অধিনায়ক হওয়ার আগেও যে মানসিকতা নিয়ে মাঠে নামতাম, এখনও সেই মানসিকতা নিয়েই মাঠে নামি। নেতৃত্বের আর্মব্যান্ড পড়ে বাড়তি চাপ  অনুভব করছি না। আমার খেলারও কোনও বদল হয়নি, ব্যক্তিগতভাবেও কোনও পরিবর্তন হবে না। আমার সতীর্থরা হয়তো আমাকে নিয়ে কথা বলতে পারে, কিন্তু আমি একই রকম রয়েছি। দলের অধিনায়ক হওয়ার জন্য আমাকে অন্যরকম হতে হবে, সেটা কখনও মনে করি না। আমি যখন ইংল্যান্ড দলের স্ট্রাইকার, তখন গোল করার দায়িত্ব আমাকে নিতেই হবে।’ 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর