১৮ জুন, ২০১৮ ১৪:৫০

জার্মানিকে হারিয়ে স্বপ্নের জগতে মেক্সিকোর কোচ

অনলাইন ডেস্ক

জার্মানিকে হারিয়ে স্বপ্নের জগতে মেক্সিকোর কোচ

বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করাটা যে কোনও দলের কাছেই কঠিন কাজ ৷ গতকাল রবিবার কিন্তু লুজনিকি স্টেডিয়ামে সেই কঠিন চ্যালেঞ্জটা ভাল মতোই উতরে সফল মেক্সিকো৷ 

বিশ্বকাপ জয়ের প্রবল দাবিদার তারা কোনওদিনই নয় ৷ কিন্তু মেক্সিকো মানেই যে ল্যাটিন আমেরিকার ধাঁচের সুন্দর একটা ফুটবল দেখতে পাওয়া যাবে, তাতে ১০০ শতাংশ নিশ্চিত থাকেন দর্শকর ৷ এদিনও ফুটবলপ্রেমীদের হতাশ করেননি মেক্সিকান ফুটবলাররা ৷

বল পজিশন বা গোলে শট নেওয়ার ক্ষেত্রে এদিন জার্মানির থেকে অনেকাংশেই পিছিয়ে ছিলেন মেক্সিকোর ফুটবলাররা ৷ কিন্তু ম্যাচের ৩৫ মিনিটে হার্ভিং লোজানোর দুরন্ত গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল গতবারের চ্যাম্পিয়নরা৷ প্রথমার্ধেই গোল পেয়ে যাওয়ার পর এতটাই উচ্ছ্বসিত ছিলেন মেক্সিকোর কোচ জুয়ান কার্লোস ওসোরিও, যে বসে পড়ে অন্তত ৩০ সেকেন্ড ধরে তিনি ‘ব্রিথিং এক্সারসাইজ’ করলেন ৷

জার্মানিকে শুরুতেই যে তার দল গোল দেবে, সেটা যেন বিশ্বাসই হচ্ছিল না মেক্সিকোর কোচের ৷ গোলের পর গোটা টিমের ফুটবলারদের জড়িয়ে ধরার পাশাপাশি বেশ কিছুক্ষণ মাটিতে বসেই পড়েছিলেন ৷ সহকারি কোচ এসেও তাকে সেসময় তুলে ধরার চেষ্টা করেন ৷ কিন্তু তখন যেন কোনও হুঁশই নেই  ওসোরিওর ৷ 

কিছুক্ষণ বসে শুধু নিঃশ্বাস নিলেন তিনি ৷ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মতো দলকে প্রথম ম্যাচেই হারানোর পর এখন যেন স্বপ্নের জগতে হার্নান্দেজদের হেড কোচ ৷ গোটা ম্যাচটাই এদিন সাইডলাইনের ধারে প্রায় হাঁটু গেড়ে বসে রইলেন ওসোরিও ৷

সর্বশেষ খবর