১৯ জুন, ২০১৮ ২২:৩০

পোলিশ গোলরক্ষকের ভুলে ২ গোলে এগিয়ে গেল সেনেগাল

অনলাইন ডেস্ক

পোলিশ গোলরক্ষকের ভুলে ২ গোলে এগিয়ে গেল সেনেগাল

শক্তিশালী পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল আফ্রিকার দেশ সেনেগাল। প্রথমার্ধে ঠিক তিন মিনিট আগে সেনেগালের ইদ্রিসা গিইয়ে জোরালে শট পোল্যান্ডের এক খেলোয়াড়ের শরীরে লেগে বল জালে জড়িয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ফাঁকা মাঠে গোল দিয়ে ব্যবধান বাড়ান সেনেগালের মাবায়ে নিয়াং।

ম্যাচের তখন ৩৭ মিনিট অতিক্রম হয়েছে। সেনেগালের মাবায়ে নিয়াং বল পাঠান সাদিয়ো মানের দিকে। তারকা এ স্ট্রাইকার পরে ইদ্রিসা গিইয়ের দিকে বল ঠেলে দেন। আর সেখান থেকে তিনি গোল মুখে শট নিলে পোলিশ সিওনেকের শরীরে লেগে বল ঢুকে পড়ে পোল্যান্ডের জালে। র‌্যাঙ্কিয়ের ৮ নম্বর দলের বিরুদ্ধে ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ২৭তম দল সেনেগাল। বিরতির পর খেলায় ফিরলেও আর কোনো গোলের দেখা পায় কোনো দলই।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে পোল্যান্ড। কিন্তু গোলের দেখা তো পায়নি উল্টো ৬০ মিনিটে গোল খেয়ে বসে ইউরোপের দেশটি। পাল্টা আক্রমণে মাঝ মাঠে বল পান মাবায়ে নিয়াং। একজন ডিফেন্ডার থাকার পর উপরে উঠে আসেন গোলরক্ষক। সহজেই কাটিয়ে এক প্রকার ফাঁকা মাঠে গোল দেন তিনি।

বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৮/মাহবুব
 

সর্বশেষ খবর