২১ জুন, ২০১৮ ০০:০২

শক্তিশালী স্পেনের মুখোমুখি ইরান

অনলাইন ডেস্ক

শক্তিশালী স্পেনের মুখোমুখি ইরান

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ২০১০ বিশ্বকাপ জয়ী দল স্পেন ও এশিয়ার দেশ ইরান।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টায় ম্যাচটি রাশিয়ার কাজান শহরের কাজান স্টেডিয়ামে শুরু হয়েছে।

দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে স্পেন নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করেছে। আর ইরান মরক্কোকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।

শক্তিমত্তায় দুই দলের ব্যবধানটা চোখে পড়ার মতো। ফিফার র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছে স্পেন। ইরান রয়েছে ৩৭ নম্বরে। তবে একটা জায়গায় অবশ্য বেশ মিল দুটো দেশের। দুর্দান্ত খেলে যাচ্ছে তারা। 

পরিসংখ্যান জানাচ্ছে, টানা ২১ ম্যাচ অপরাজিত স্পেন। আর ইরান বাছাইপর্বের ১৮ ম্যাচেই অপরাজিত ছিল। এ অবস্থায় ইরানের ডিফেন্স বেশ ভোগাতে পারে স্প্যানিশদের।

স্পেন একাদশ

ডেভিড ডি গিয়া, কারভাজাল, লুকাস ভাসকুয়েটস, সার্জিও রামোস, জেরার্ড পিকে, জর্দি আলবা, সার্জিও বুসকুয়েটস, আন্দ্রে ইনিয়েস্তা, ডেভিড সিলভা, ইসকো ও দগলাস কস্তা।

ইরানের একাদশ:
আলিরেজা বাইরানবন্দ, হাজি সাফি, মোর্তেজা পৌরালিগানজি, রুজবেহ চেশমি, মাসুদ শোজায়ি, কারিম আনসারিফার্দ, এহসান হাজসাফি, ওমিদ ইব্রাহিমি, বাহিদ আমিরি, সারদার আজমুন, আলিরেজা জাহানবক্স।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর