২১ জুন, ২০১৮ ০৮:৪৭

ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে যে পরামর্শ দিলেন ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে যে পরামর্শ দিলেন ম্যারাডোনা

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই মেসিদের সামনে। অন্যদিকে, বেশ সুবিধাজনক অবস্থানে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিপক্ষে জয় নিয়ে 'ডি' গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষে দেশটি। আজ জিতলে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত তাদের। 

এদিকে, ক্রোটদের বিপক্ষে জয়টা যে সহজ হবে তা জেনে কোচ সাম্পাওলিকে কৌশলে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। তিনি বলেছেন, ‘আইসল্যান্ডের বিপক্ষে যে কৌশলে খেলেছে, সেভাবে খেললে হবে না। কৌশলে পরিবর্তন আনতে হবে। কারণ, আগের ম্যাচে ৬ ফুটের বেশি ফুটবলারদের বিপক্ষে প্রযোজ্য কৌশলে খেলেনি দল। তাই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ক্রোটদের বিপক্ষে জিততে হলে অবশ্যই আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। তবে রক্ষণভাগকেও শক্তিশালী করতে হবে। কারণ, কোনোভাবেই গোল খাওয়া যাবে না।’

গোটা দলকে সতর্ক করেছেন ম্যারাডোনা। কিন্তু আইসল্যান্ডের কাছে পয়েন্ট খোয়ানোর জন্য ফুটবলারদের দোষারোপ করেননি একবারের জন্যও, ‘আমি ফুটবলারদের দোষারোপ করছি না। বরং আমি মনে করি অনুশীলনের কোথাও কমতি ছিল।’

ম্যারাডোনা নেতিবাচক কথা বলতে সব সময়ই পছন্দ করেন। আইসল্যান্ড ম্যাচে লাল চশমা পরে সিগারেট খেয়ে চরম সমালোচিত হয়েছেন, সেজন্য অবশ্য কিংবদন্তির ফুটবলার ক্ষমাও চেয়েছেন।

বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর