২১ জুন, ২০১৮ ১২:৫০

'শেষ দুই ম্যাচ জার্মানির জন্য ফাইনাল'

অনলাইন ডেস্ক

'শেষ দুই ম্যাচ জার্মানির জন্য ফাইনাল'

বিশ্ব চ্যাম্পিয়নদের যাত্রাটাই শুরু হয়েছে বড় ধাক্কা খেয়ে। এ কারণেই বাড়ছে অনিশ্চয়তা, বাড়ছে হিসেব-নিকেশ। কেননা ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের লজ্জা পায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তারপরও গ্রুপ পর্বের শেষ দু’ম্যাচ জিতে জার্মানি শেষ ষোলোতে জায়গা করে নিবে বলে মনে করেন দলটির গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। 

তিনি বলেন, ‘গ্রুপ পর্বে সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচ আমাদের কাছে এখন ‘ফাইনাল’। এই দু’ম্যাচ জিতেই আমরা গ্রুপ পর্বের বাঁধা টপকে যেতে পারবো বলে আমার দৃঢ়বিশ্বাস।’

গত ১৭ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি ঘটে। জার্মানিকে ০-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দেয় মেক্সিকো। 

আগামী ২৭ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জার্মানি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর