২২ জুন, ২০১৮ ০০:০০

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া

অন্যতম ফেভারিট হয়েও এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা সেভাবে উত্তাপ ছড়াতে পারেনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। 

তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি তাই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেসিদের জন্য। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২ টায় নিঝনি নভগোরদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই ম্যাচে একাদশে জায়গা পাননি ডি মারিয়া।

আর্জেন্টিনা একাদশ:

উইলি কাবাইয়েরো, গাব্রিয়েল মার্কাদো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, লিওনেল মেসি, মাক্সিমিলিয়ানো মেসা, হাভিয়ার মাসচেরানো, এদুয়ার্দো সালভিও, সের্জিও আগুয়েরো, নিকোলাস ওতামেন্দি এবং এনজো পেরেস।

ক্রোয়েশিয়া একাদশ:

দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিতিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ এবং দোমাগোজ ভিদা।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর