শিরোনাম
২২ জুন, ২০১৮ ২১:৩৫

মাঠে নেমেছে নাইজেরিয়া-আইসল্যান্ড, তাকিয়ে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

মাঠে নেমেছে নাইজেরিয়া-আইসল্যান্ড, তাকিয়ে আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

ম্যাচ চলছে নাইজেরিয়া-আইসল্যান্ডের মধ্যে। কিন্তু এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে আর্জেন্টিনা। ভলগোগ্রাদ এরেনায় এই ম্যাচে নাইজেরিয়ার জয় মানেই আর্জেন্টিনার স্বপ্ন টিকে থাকা।

তাই বলা যায় এই ম্যাচের সঙ্গে ভাগ্য জড়িত মেসিদের। কারণ, এই ম্যাচে যদি নাইজেরিয়াকে হারিয়ে দেয় আইসল্যান্ড, তাহলে আর্জেন্টিনারই কপাল পোড়ার কথা। অন্যদিকে, আইসল্যান্ডের কাছে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে নাইজেরিয়ার। যে কারণে জয়ের জন্যই আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তারা। 


নাইজেরিয়া একাদশ : ফ্রান্সিস উঝো (গোলরক্ষক) (২৩), উইলিয়াম ট্রুস্ট-একং (৫), কেনেথ ওমেরো (২২), লিওন বালোগান (৬), ওঘেনেকারো ইতেবো (৮), উইলফ্রেড এনদিদি (৪), জন অবি মিকেল (১০) (অধিনায়ক), ব্রায়ান ইদু (২), ভিক্টর মোসেস (১১), কেলেচি ইহেনাচো (১৪), আহমেদ মুসা (৭)।

আইসল্যান্ডের একাদশ : হ্যানেস হ্যালডারসন (১) (গোলরক্ষক), র্যাগনার সিগার্ডসন (৬), ক্যারি আরনার্সন (১৪), হোর্ডার ম্যাগনাসন (১৮), বিরকির মার সায়েভারসন (২), অ্যারোন গানারসন (১৭), জিলফি সিগার্ডসন (১০), বিরকির জারনাসন (৮), রুরিক জিলাসন (১৯), জন বোদভার্সন (২২), আলফ্রেড ফিনবোগাসন (১১)।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর