২২ জুন, ২০১৮ ২২:২৩

পরাজয়ের জন্য মেসিকে দায়ী করতে রাজি নন সাম্পাওলি

অনলাইন ডেস্ক

পরাজয়ের জন্য মেসিকে দায়ী করতে রাজি নন সাম্পাওলি

ফাইল ছবি

নক-আউট পর্বের দরজা পুরাপুরি বন্ধ হয়ে যায়নি৷ আর্জেন্টিনার প্রি-কোয়ার্টারে যাওয়ার ক্ষীণ আশা এখনও রয়েছে৷ তবে তার জন্য গ্রুপের বাকি দলগুলির উপর নির্ভর করতে হবে মেসিদের৷ বিশেষ করে আইসল্যান্ডের বিরুদ্ধে নাইজেরিয়ার জয়ের দিকে চাতকের মতো তাকিয়ে থাকতে হবে মেসিদের৷

আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি অবশ্য শেষ ম্যাচে গ্রুপের জটিল অঙ্কের মধ্যে এখনই ঢুকছেন না৷ বরং ক্রোয়েশিয়ার কাছে ০-৩ গোলে হারের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি৷ যদিও দলের হারের জন্য মেসিকে কখনই দায়ী করতে রাজি নন সাম্পাওলি৷ বরং মেসির ব্যর্থতার জন্য দলের বাকি সদস্যদের কাঠগড়ায় তুলছেন আর্জেন্টিনা কোচ৷

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আর্জেন্তিনার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সাম্পাওলি বলেন, ‘সমর্থকদরে প্রত্যাশা পূরণ করতে না পারা আমাদের কাছে লজ্জার৷ আমরা লজ্জিত, ব্যথিতও৷ আশা করি আমাদের কষ্টটা সবাই বুঝবে৷ সমর্থকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি৷’

মেসির প্রসঙ্গে আর্জেন্টিনা কোচের মত, ‘হারের জন্য মেসিকে দোষ দেওয়া ঠিক নয়৷ ও আমাদের ক্যাপ্টেন৷ সঠিক ভাবেই নেতৃত্ব দিয়েছে দলকে৷ তবে দলের বাকি সদস্যরা ওকে যথাযথ সাহায্য করতে পারেনি৷ আমাদের পরিকল্পনা ছিল মেসিকে বল বাড়ানোর৷ প্রতিপক্ষ দলের প্রধান লক্ষ্য ছিল মেসির কাছে বল পৌঁছতে না দেওয়া৷ আমরা মেসিকে পর্যাপ্ত বল সরবরাহ করতেই পারিনি৷ ও যে পরিস্থিতিতে গোল করতে অভ্যস্থ, তেমন পরিস্থিতি তৈরি করতে না পারাটাই আমাদের ব্যর্থতা৷ তাছাড়া হারের জন্য কারও একার দোষ হতে পারে না৷ এটা দলগত খেলা৷ তাই দোষ আমাদের সবার৷’

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর