২৩ জুন, ২০১৮ ০২:০২

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল সুইসরা

অনলাইন ডেস্ক

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল  সুইসরা

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে সুইজারল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের ২৬তম ম্যাচের ৫ মিনেটের মাথায় আলেকজান্ডার মিত্রোভিকের গোলে এগিয়ে যায় সার্বিয়া। শুক্রবার রাত ১২টায় কালিনিনগ্রাদে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের ৫২ মিনিটে সুইসদের সমতায় ফেরান গ্রানিত জাকা। এবং ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেন শাকিরি। আর তাতেই ব্রাজিলের সমান হয় সুইসদের পয়েন্ট। দুই দলেরই পয়েন্ট এখন ৪। আগামী ২৭ জুন ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া তিন দলকেই নামতে হবে দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্য নিয়ে শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে সার্বিয়া। প্রথম ম্যাচ কোস্টারিকার সঙ্গে জিতে অনেকটাই সুবিধাজনক স্থানে রয়েছে সার্বিয়া। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ড্র করে কিছুটা ব্যাকফুটে সুইসরা। 

বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর