২৩ জুন, ২০১৮ ১৫:২০

সুইডেনের বিপক্ষে মাঠে নামার আগে ধাক্কা খেল জার্মানি

অনলাইন ডেস্ক

সুইডেনের বিপক্ষে মাঠে নামার আগে ধাক্কা খেল জার্মানি

ব্রাজিল বিশ্বকাপের সেরা দুই দলের নাম ছিল চ্যাম্পিয়ন জার্মানি ও রানার্স আপ আর্জেন্টিনা। কিন্তু ৪ বছর পেরোতেই আরেকটি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে হতশ্রী অবস্থা সেই দুই দলের। আর্জেন্টিনা তাদের প্রথম দুই ম্যাচে এক ড্র ও এক হার। অন্যদিকে, প্রথম ম্যাচে মেক্সিকোর হার দিয়ে বিশ্বকাপ শুরু করে জার্মানি। 

আজ শনিবার দিবাগত রাত ১২টায় দ্বিতীয় ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ওজিল-মুলাররা। গ্রুপ পর্বের এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ৪বারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। কিন্তু মাঠে নামার আগে একটা দুঃসংবাদ পেল জার্মানি। ইনজুরির কারণে সেন্টার ব্যাক ম্যাটস হামেলস এই ম্যাচে খেলতে পারবেন না। আগের ম্যাচে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। 

জার্মান কোচ লো বলছিলেন, ''ওর চোট পুরোপুরি সারেনি। তাই হামেলকে খেলানোর ঝুঁকি নিতে চাই না।'' 

ধারণা করা হচ্ছে, চেলসিতে খেলা অ্যান্টোনিও রুডিগার সুইডেনের বিরুদ্ধে হামেলসের বদলি হতে পারেন।

 

বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর