২৩ জুন, ২০১৮ ১৮:৫১

রোনালদোকে স্পর্শ করে ফেললেন লুকাকু

অনলাইন ডেস্ক

রোনালদোকে স্পর্শ করে ফেললেন লুকাকু

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপে ৪ গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পর্শ করে ফেললেন বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলো লুকাকু। 

শনিবার মস্কোতে জি-গ্রুপের তিউনিশয়া-বেলজিয়াম ম্যাচে শুরুতেই গোল পায় বেলজিয়াম। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন বেলজিয়ামের স্ট্রাইকার ইডেন হেজার্ড। ঠিক ৮ মিনিট পরেই ম্যাচের ১৬ মিনিটে রোমেলো লুকাকো ব্যবধান দ্বিগুন করেন। তবে ১৮ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন তিউনিশিয়ার ব্রোনন। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে দু'দলই লড়ে যায়, গোল অধরা ছিল। তবে বিরতি যাওয়ার আগে অতিরিক্ত সময়ে আবারও গোল করেন লুকাকু। এই গোলের সুবাদে দুই ম্যাচে দুটি করে গোল করে মোট ৪টি গোল করেছেন রোমেলো লুকাকো। আর এতেই পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর ৪ গোল করার রেকর্ড স্পর্শ করেছেন তিনি। আজকে ম্যাচে লুকাকোর অবশ্য রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কারণ এখনো ম্যাচের দ্বিতীয়ার্ধ বাকি।

এর আগে ডার্ক হর্স তকমা নিয়েই নবাগত পানামাকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের অনেকটাই শেষ ষোলর পথে এগিয়ে রেখেছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে কিছুটা পিছিয়ে থেকেই মাঠে নেমেছে তিউনিশিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেলজিয়ান একাদশে থাকবেন না ভিনসেন্ত কোমপানি।  এছাড়া প্রথম একাদশে থাকছেন না থমাস ভারমিলেনও।

‘জি’ গ্রুপের এ ম্যাচে জয় পেলেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে হ্যাজার্ড-লুকাকুদের। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় চাই তিউনিসিয়ারও।

এর আগে তিনবার মুখোমুখি হয়েছে বেলজিয়াম ও তিউনিসিয়া। ১৯৯২ সালের প্রথমবারের দেখায় ২-১ গোলে জিতেছিল তিউনিসিয়া। আর ২০০২ সালের বিশ্বকাপে দ্বিতীয় দেখায় ১-১ গোলের ড্র নিয়ে ম্যাচ শেষ হয়। সর্বশেষ ২০১৪ সালে ১-০ গোলে জেতে বেলজিয়াম।

বেলজিয়াম একাদশ : থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড,  দ্রেদ্রিক বয়োতা,  ইয়ান ভেট্রোনঘেন, থমাস মুনিয়ের,  আক্সেল ভিটসেল, কেভিন দে ব্রুইনি, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু।

তিউনিসিয়া একাদশ : ফারুক বেন মুস্তাফা, (গোলরক্ষক), ইয়াসিনে মেরিয়াহ, সিয়াম বেন ইউসেফ, আলি মালুল,  দাইলান ব্রন, ফেরজানি সাসি, ইলিয়াস সিকিরি, আনিস বাদ্রি, ফাখরেদ্দিন বেন ইউসেফ, সাইফেদ্দিন খায়োয়ি, ওয়াহবি খাজরি।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর