২৪ জুন, ২০১৮ ০০:০২

জার্মানির ডু অর ডাই ম্যাচে প্রতিপক্ষ সুইডেন

অনলাইন ডেস্ক

জার্মানির ডু অর ডাই ম্যাচে প্রতিপক্ষ সুইডেন

জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। মাঠের লড়াইয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলেও চলছে লড়াই। আর তারই জের ধরে ডু অর ডাই সমীকরণকে সামনে নিয়ে আজ সুইডেনের বিপক্ষে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। কোরিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সুইডেন। অন্যদিকে আসরের অন্যতম ফেভারিট জার্মানি ১-০ গোলে মেক্সিকোর কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে।

জার্মানিদের আজ জিততেই হবে। কারণ তারা প্রথম ম্যাচে হেরে বসে আছে। আজ হারলে এবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে তাদের।

অপরদিকে সুইডেন দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে প্রত্যাবর্তনের ম্যাচে জয় দিয়ে স্মরণীয় করে রাখে। ৬০ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে তারা। আজ জিতলেই এফ গ্রুপ থেকে নক আউট নিশ্চিত করবে সুইডেন। আজ জয় পেলে ১২ বছর পর নক আউট পর্বে যাবে তারা। 

সোচির ফিস্টে হাইভোল্টেজ ম্যাচে সুইডেনের মুখোমুখি হয়েছে জার্মানি। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর