২৪ জুন, ২০১৮ ০০:৫৭

মেসিদের 'জার্সির গুরুত্ব' বোঝাতে চান ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

মেসিদের 'জার্সির গুরুত্ব' বোঝাতে চান ম্যারাডোনা

রাশিয়া বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার। ড্র আর হারের পর অনেকটাই ব্যাকফুটে মেসিরা। ২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে তাদের ডু অর ডাই ম্যাচ। টিম আর্জেন্টিনার মরণবাঁচন সেই ম্যাচের আগে মাঠে নেমে পড়লেন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। ওই ম্যাচের আগে লিওনেল মেসিসহ বাকিদের সঙ্গে কথা বলতে চান তিনি।

ফুটবলারদের সঙ্গে দেখা করে ম্যারাডোনা ফুটবলারদের আর্জেন্টিনার জার্সির গুরুত্ব বোঝাতে চাইবেন। এ ব্যাপারে তিনি বলেছেন, 'আমি ফুটবলারদের সঙ্গে কথা বলতে চাই। ওদেরকে বোঝাব আর্জেন্টিনার জার্সির ওজন কতটুকু। আশা করি, এটা ওদের মানসিকভাবে চাঙ্গা করে দেবে।'

এ সময় আর্জেন্টিনার মহানায়ক বলেছেন, 'দেশের জার্সি পরে যখনই আমি মাঠে নেমেছি, তখনই নিজের জীবন দিয়ে দিয়েছি।' আর্জেন্টাইন এই কিংবদন্তি বলেন, ''সিমিওনে, রেদন্দো, রুগেরি, ক্যানিজিয়া, লুকেরাও একই কাজ করেছে আর্জেন্টিনা জার্সিতে।'

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে নীল-সাদা জার্সিধারীদের কোচ ছিলেন ম্যারাডোনা। কিন্তু এখন তিনি আর্জেন্টাইন ফুটবলের কেউ নন। তার উপরে লিওনেল মেসিদের সঙ্গে তার সম্পর্কও ভালো নয় বলে লেখালেখি হয়েছে সংবাদমাধ্যমে। 

বিডি প্রতিদিন/ ২৪ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর