শিরোনাম
২৪ জুন, ২০১৮ ০২:০৬

শেষ মুহূর্তের গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখল জার্মানি

অনলাইন ডেস্ক

শেষ মুহূর্তের গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখল জার্মানি

সোচির ফিস্টে ডু অর ডাই'র কঠিন সমীকরণকে সামনে নিয়ে সুইডেনের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। উত্তেজনা-তর্ক-বিতর্ক-লাল কার্ড সবই ছিল এই ম্যাচে। তবে সকল নাটকীয়তা শেষে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল জার্মানি। শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে তারা।

এ দিন শুরু থেকে আক্রমনাত্মক খেললেও ম্যাচের প্রথমার্ধে হোঁচট খায় জার্মানরা। খেলার ৩২ মিনিটে ভিক্টর ক্লায়েসনের সহযোগিতায় দুর্দান্ত এক গোল করেন ওলা টোইভোনেন। এগিয়ে যায় সুইডেন, ব্যাকফটে থেকেই প্রথমার্ধ শেষ করে জার্মানরা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে মার্কো রিউসের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে তারা। এরপরই শুরু হয় নাটকীয়তা। ৮২ মিনিটে জেরোমে বোয়াটেং দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় জার্মানি। তবুও থেমে থাকেনি পাল্টাপাল্টি আক্রমণ। অবশেষে অতিরিক্ত মিনিটের শেষ মুহূর্তে ফি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন টনি ক্রুস। আর তাতেই জয়ের আনন্দে ভেসে যায় জার্মানি।  

বিডি প্রতিদিন/ ২৪ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর