২৪ জুন, ২০১৮ ০৩:১৯

চেচনিয়ার নাগরিকত্ব পেলেন সালাহ

অনলাইন ডেস্ক

চেচনিয়ার নাগরিকত্ব পেলেন সালাহ

রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই পুরো ফুটবল জগতের নজর মোহাম্মদ সালাহ'র দিকে। বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে পড়েন মিশরের এই তারকা, শঙ্কা দেখা দেয় তার বিশ্বকাপ খেলা নিয়েও। তবে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও চমক দেখাতে পারেননি তিনি। এরইমধ্যে আসর থেকে বাদ পড়েছে মিশর। 

ক্লাব ফুটবলের মতো জাদু দেখাতে পারেননি বলে যে খারাপ ফুটবলার হয়ে গেছেন সালাহ ব্যাপারটা মোটেও এমন নয়। বরং মুসলিম ক্রীড়াবিদ হিসেবে দৃষ্টান্ত স্থাপনের জন্য তাকে অনারারি নাগরিক্ত্ব দিল চেচনিয়া।

এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় চেচনিয়ের প্রেসিডেন্ট রমজান কাদিরভ এই খবর জানিয়ে লিখেছেন, 'মোহাম্মদ সালাহ চেচনিয়ার সাম্মানিত নাগরিক। মিশর ও লিভারপুলের এই মহান ফুটবলারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ঘোষণাপত্রে সাক্ষর করেছি আমি।'

এবারের বিশ্বকাপ খেলতে গিয়ে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে অনুশীলনের শিবির করে মিশর। তারা অবশ্য প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই ছিটকে গেছে। সোমবার সৌদি আরবের বিপক্ষে সালাহদের শেষ ম্যাচ। তার আগে গতকাল রাতে মিশর দলকে নৈশভোজে আমন্ত্রণ জানান কাদিরভ। সেখানেই তিনি সালাহকে সম্মানিত করেন।

বিডি প্রতিদিন/ ২৪ জুন ২০১৮/ ওয়াসিফ

 

সর্বশেষ খবর