২৪ জুন, ২০১৮ ০৩:৫০

নেইমারকে নিয়ে উদ্বিগ্ন ব্রাজিল

অনলাইন ডেস্ক

নেইমারকে নিয়ে উদ্বিগ্ন ব্রাজিল

রাশিয়া বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। মাঠের লড়াই চলছে পয়েন্ট টেবিলেও। এরইমধ্যে আসরে চমক দেখাতে শুরু করেছেন বিশ্বের তারকা খেলোয়াড়রা। তবে ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমারকে নিয়ে উদ্বিগ্ন দেশটি। কারণটাও অবশ্য বেশ যৌক্তিক। কোস্টারিকার বিপক্ষে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান তারকা। আর একটা হলুদ কার্ড দেখলেই এক ম্যাচ নিষিদ্ধের খাড়ায় পড়বেন নেইমার।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের ৮২ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে নাটকীয়ভাবে পড়ে গেলে বলকে ঘুষি মেরে বসেন নেইমার। রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। মূলত তার সাথে সহজ সংঘর্ষে কোস্টারিকান একজন ফুটবলার পড়ে গেলে হতাশা থেকে অমন কান্ড করেন নেইমার।

রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ আর প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে দ্বন্দ্বে জড়ানোর এই প্রবণতা পরের তিন ম্যাচের যেকোন এক ম্যাচে প্রকাশ পেলে আবারও হলুদ কার্ড দেখতে হতে পারে নেইমারকে।

অর্থাৎ, যদি ব্রাজিল শেষ ষোলতে উঠতে সক্ষম হয়, সার্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম্যাচেই নেইমারকে পাওয়া যাবে না।

বিডি প্রতিদিন/ ২৪ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর