Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জুন, ২০১৮ ০৪:৩১ অনলাইন ভার্সন
ব্রাজিল শিবিরে ইনজুরির হানা, এবার কস্তা
অনলাইন ডেস্ক
ব্রাজিল শিবিরে ইনজুরির হানা, এবার কস্তা

রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো ফুটবল মহল। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর এরইমধ্যে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল শিবিরে হানা দিয়েছে ইনজুরি। এবার ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড ডগলাস কস্তা।

এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরি শঙ্কায় ফেলে দিয়েছিলেন নেইমার, তারপর কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েন দানিলো। আর এবার কস্তা।

জানা গেছে, ডান পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতে ভুগছেন ডগলাস কস্তা। তার ইনজুরির যা অবস্থা তাতে বিশ্বকাপে বাকি সব ম্যাচই হয়তো মিস করবেন এই ফরোয়ার্ড। তবে তাকে সুস্থ করে তুলতে চেষ্টার কোন ত্রুটি রাখতে চাইছে না ব্রাজিল।

জোনা গেছে, সোচিতে অবস্থিত ব্রাজিল দলের টিম হোটেলে কস্তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন দলের দুই চিকিৎসক।

বিডি প্রতিদিন/ ২৪ জুন ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow