২৪ জুন, ২০১৮ ১৯:২৪

মেসি তো শিশু: ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

মেসি তো শিশু: ম্যারাডোনা

বিশ্বকাপে টানা দুই ম্যাচে চরম ব্যর্থতার পর চারদিকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে দেশটির গণমাধ্যমে কাটাছেঁড়া চলছে। এরই মধ্যে বার্সেলোনা সুপারস্টারের ঢাল হয়ে দাঁড়ালেন দেশটির ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা।

মেসির পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘মেসিকে সবাই কাঠগড়ায় তুলছে। আমার কিন্তু মনে হয়, ও নিজের খেলাই খেলেছে। ও তো শিশু, নেতা নয়।’’

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বিধ্বস্ত হওয়ার পরে বিশ্বকাপে মেসিদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে। আইসল্যান্ডের বিরুদ্ধে নাইজেরিয়া জেতায় আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরলেও ম্যারাডোনা কিন্তু আশাবাদী নন। কেন? আর্জেন্টিনার কোচ যে সাম্পাওলি!

ক্ষুব্ধ ম্যারাডোনা বলেন, ‘‘অনেকে মনে করছেন, সাম্পাওলি সব ঠিক করে দেবে। কিন্তু কম্পিউটার, ড্রোন ও ১৪ জন সহকারী থাকলেই সব সমস্যা সমাধান করা সম্ভব নয়।’’ তাই তিনি নিজে আর্জেন্টিনার শিবিরে গিয়ে মেসিদের তাতাতে চান। বলেন, ‘‘আমাকে আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হোক। যখনই দেশের জার্সি গায়ে চাপিয়েছি, নিজের জীবন দিয়েছি। ওদের বোঝাতে চাই দেশের জন্য খেলা মানে কী।’’

বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর