২৪ জুন, ২০১৮ ১৯:৫১

গোলের রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

গোলের রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড

রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিরুদ্ধে গোল উৎসব করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হ্যারি কেন ও জন স্টোনসের জোড়া গোলে প্রথমার্ধে ৫ গোলের পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল পায় ইংলিশরা। আর এই গোলের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের রেকর্ড বইয়ে নাম লেখাল হ্যারি কেনরা। এটাই যে এখন পর্যন্ত এই বিশ্বকাপের কোনো প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশিবার বল পাঠানোর রেকর্ড।

এদিকে, প্রথমার্ধে ২ গোলের পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এই বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন।  ইংল্যান্ডের ৬ গোলের অন্য গোলটি জোসে লিনগার্ডের। তবে পানামাও একটি গোলের দেখা পেয়েছেন। উত্তর আমেরিকার দেশটির হয়ে ম্যাচের ৭৮ মিনিটে গোলটি করেন ফিলিপে বালয়।

এর আগে, চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা যৌথভাবে ছিল রাশিয়া ও বেলজিয়ামের। রাশিয়া ৫ গোল দেয় সৌদি আরবের বিরুদ্ধে আর বেলজিয়াম ৫ গোল দেয় তিউনেশিয়ার বিরুদ্ধে।

বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর