২৪ জুন, ২০১৮ ২৩:৩৪

বাথরুম পরিষ্কারের পর 'ব্রেকফাস্ট' পেতেন ইংল্যান্ডের তারকা ফুটবলার

অনলাইন ডেস্ক

বাথরুম পরিষ্কারের পর 'ব্রেকফাস্ট' পেতেন ইংল্যান্ডের তারকা ফুটবলার

ফাইল ছবি

তিউনিশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-১ জিতেছে ইংল্যান্ড। সেই ম্যাচে ভালো খেলতে পারেননি ব্রিটিশ মিডিয়ায় আলোচনার কেন্দ্রে থাকা রহিম স্টার্লিং। এমনিতেও ম্যাঞ্চেস্টার সিটির এই ফুটবলারকে নিয়ে বিতর্কের কমতি নেই। সেই তিনি এবার মুখ খুললেন।

বিশ্বকাপ শুরুর আগে পায়ে রাইফেল ট্যাটু নিয়ে সমালোচিত হয়েছেন। কথা উঠেছিল তার লাইফস্টাইল নিয়েও। কিন্তু রহিম স্টার্লিং দারিদ্রতাকে দেখেছেন খুব কাছ থেকেই। দারিদ্রতা কাটিয়ে এখন তিনি তারকা ফুটবলার। তবে এখনও নিজের সেই সব দিনগুলো ভোলেননি। যে কারণে সাদামাঠা জীবনই কাটাতে চান। 

তিনি জানান, "১৫ বছর আগে মা আর বোনের সঙ্গে হোটেলের বাথরুম পরিষ্কার করতাম। তারপর ব্রেকফাস্ট পেতাম। সে সব দিনগুলো পেরিয়ে এসেছি। আমার মা, বোন আর সন্তানকে কোনো কষ্ট দিতে চাই না।"

তিনি আরও বলেন, "আমার যখন ইংল্যান্ডে এসেছিল, তখন আমাদের কিছুই ছিল না। স্কুল, হোটেলের বাথরুম, বিছানার চাদর পরিষ্কার করে মা আমাদের বড় করেছিলেন। সেই তিনিই এখন একটা নার্সিংহোমের ডিরেক্টর। আর তার ছেলে ইংল্যান্ডের জাতীয় টিমে খেলে।"


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর