২৫ জুন, ২০১৮ ০২:১০

দুর্দান্ত জয়ে টিকে রইল কলম্বিয়ার আশা, পোল্যান্ডের বিদায়

অনলাইন ডেস্ক

দুর্দান্ত জয়ে টিকে রইল কলম্বিয়ার আশা, পোল্যান্ডের বিদায়

সংগৃহীত ছবি

জিতলেই টিকে থাকবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন। তবে হেরে গেলে সরাসরি বিদায়, আর ড্র হলে ক্ষীণ সম্ভাবনা থাকবে। এমন সমীকরণ মাথায় রেখে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল কলম্বিয়া। 

কলম্বিয়ার পক্ষে প্রথম গোলটি করেন ইয়েরি মিনা । ম্যাচের ৪০ মিনিটে পোল্যান্ডের জালে বল জড়ান তিনি।  এরপর রাদামেল ফ্যালকাওয়ের অসাধারণ গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচের ৭০ মিনিটে মাঝ মাঠ থেকে আসা বলে শট করে গোল আদায় করে নেন এই তারকা স্ট্রাইকার।

কলম্বিয়ার পক্ষে তৃতীয় গোলটি করেন জুয়ান কুদ্রাদো। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় তিনি এই গোল করেন। এরপর ব্যবধান কমানোর চেষ্টা করে পোল্যান্ড। কিন্তু তাদের সেই চেষ্টা বিফলে যায়। ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। 

এইচ গ্রুপে পোল্যান্ড ও কলম্বিয়া ফেভারিট হলেও তারা নিজেদের প্রথম ম্যাচে হেরে যায়। জাপানের কাছে ২-১ ব্যবধানে কলম্বিয়া ও সমান ব্যবধানে সেনেগালের কাছে পরাজিত হয় পোল্যান্ড। তবে এই জয়ের ফলে এবার কলম্বিয়ার শেষ ষোলতে যাওয়ার আশা টিকে রইল। আর বিদায় নিতে হল পোল্যান্ডকে।


 
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর