শিরোনাম
২৫ জুন, ২০১৮ ০৫:০৪

যে কারণে ৬ গোলে পরাজিত হয়েও খুশি পানামা!

অনলাইন ডেস্ক

যে কারণে ৬ গোলে পরাজিত হয়েও খুশি পানামা!

সংগৃহীত ছবি

এবারের রাশিয়া বিশ্বকাপে নবাগত দেশ হিসেবে অংশগ্রহণ করছে আইসল্যান্ড ও পানামা। আইসল্যান্ড তাদের শক্তিমত্তার প্রমাণ দিলেও পানামা তাদের শক্তিমত্তার প্রমাণ দিতে পারেনি। বরং এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে দলটি। 

বিশাল ব্যবধানে পরাজয়ের পরেও আলোচনায় চলে এসেছে পানামা। ইংল্যান্ডের কাছে ছয় গোলের বিশাল ব্যবধানের পরাজয়ের পরও গ্যালারিতে তাদের দর্শকদের উল্লাসিত চেহারাগুলোই ভেসে উঠছিল। শুধু দর্শকই নয় এমনকি ক্যামেরাতে ধরা পড়ে যে পানামা দলের কোচও অনেক খুশি। 

এই খুশির কারণ হিসেবে খুঁজে দেখা যায়, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিটে পানামার হয়ে প্রথম গোলটি করেন ফিলিপে ব্যালয়। আর এ গোলের সঙ্গে সঙ্গে পানামার ফুটবল ইতিহাসে বিশ্বকাপের মতো মহাযজ্ঞে প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লেখান। এই গোলের পরই পুরো স্টেডিয়ামজুড়ে উল্লাসে ফেটে পড়ে পানামা সমর্থকরা। 

উল্লেখ্য, ব্যালয় হলেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের চতুর্থ সর্বজ্যেষ্ঠ গোলস্কোরার। এদিন তার বয়স হয় ৩৭ বছর ১২০ দিন। 


 
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর
 

সর্বশেষ খবর