২৫ জুন, ২০১৮ ০৬:৩৫

বিরক্ত হয়ে মেসির জার্সি নেননি রেবিচ

অনলাইন ডেস্ক

বিরক্ত হয়ে মেসির জার্সি নেননি রেবিচ

ফাইল ছবি

আগ্রহ ছিল লিওনেল মেসির জার্সি নেবেন। কিন্তু আর্জেন্টিনার আচরণে বিরক্ত আন্তে রেবিচ। ক্রোয়েশিয়ার এই উইঙ্গারই সেদিন প্রথম পরাস্ত করেন আর্জেন্টিনার গোলকিপার কাবায়েরোকে। 

সেইদন গোল করেছেন তিনি। তার দলও জিতেছে। তারপরও তিনি ছিলেন বিরক্ত। আসলে তার ইচ্ছে ছিল মেসির জার্সি নেবেন। কিন্তু সেই কাজ তিনি আর করেননি।‌ রেবিচ কথায়, "‌মেসির জার্সিটা বন্ধুর জন্য নিয়ে যাব ভেবেছিলাম। ও মেসির খুব ভক্ত। কিন্তু আর্জেন্টিনীয় ফুটবলাররা এত খারাপ ভাবতেই পারিনি। ওদের বিরক্তিকর আচরণ দেখেই মেসির কাছে জার্সি চাইতে আর ইচ্ছে করেনি।"

এরপরেই রেবিচের সংযোজন, "ওটামেন্ডির পাশ দিয়ে মানজুকিচ শুধু গিয়েছিল, তাতেই দেখলাম মাটিতে পড়ে ও কাতরাচ্ছে!‌ অত্যন্ত জঘন্য ব্যবহার। ফেয়ার প্লের অর্থ বোঝে না!‌ ওরা ক্রমাগত উত্ত্যক্ত করে গেছে। ব্যর্থ হলে নিজেকে কীভাবে সামলাবে, একজন অ্যাথলিটকে জানতে হয়।"


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর