১ জুলাই, ২০১৮ ০০:৫১

বিদায় জানিয়েছেন মাশ্চেরানো

অনলাইন ডেস্ক

বিদায় জানিয়েছেন মাশ্চেরানো

রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলো আর্জেন্টিনা। এদিকে, হাভিয়ের মাশ্চেরানো এবার বিশ্বকাপ শেষে বিদায় বলবেন, জানিয়ে রেখেছিলেন আগেই। তাই ফ্রান্সের বিপক্ষে ম্যাচটাই হয়ে থাকল আর্জেন্টিনা জার্সিতে এ ডিফেন্সিভ মিডফিল্ডারের শেষ খেলা। ফ্রান্সের কাছে হারের পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ৩৪ বছর বয়সী মাশ্চেরানো। 

মাশ্চেরানোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার ২০০৩ সালে উরুগুয়ের বিপক্ষে শুরু হয়েছিল। পরে একে একে ১৪৭টি ম্যাচে কাঁধে বয়ে বেড়িয়েছেন দেশের ফুটবলের মাঝমাঠ ও রক্ষণের ভার। রক্ষণে থাকলেও দেশের হয়ে তিনটি গোলও ছিল বার্সার সাবেক খেলোয়াড়ের।

কাজান এরিনায় বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের নক আউট পর্বে এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখল গোটা ফুটবলবিশ্ব। মাঠের সেই লড়াইয়ে জয়ী দলের নাম ফ্রান্স। ৪-৩ গোলে এদিন হার মানে মেসিরা।

আর্জেন্টিনার মূল অধিনায়ক মেসি হলেও মাশ্চেরানোকে ভাবা হতো দলটির নেপথ্যের নায়ক। তিনি অনেক দুঃসময়ে দলকে অনুপ্রেরণা যুগিয়েছেন, আগলে রেখেছেন দলের নতুনদের। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর