১১ জুলাই, ২০১৮ ১১:৪২

দুই বছর পর হারের স্বাদ পেল বেলজিয়াম!

অনলাইন ডেস্ক

দুই বছর পর হারের স্বাদ পেল বেলজিয়াম!

২০১৬ সালের জুলাইয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের কাছে ৩-১ গোলে হেরেছিল বেলজিয়াম। আর সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে স্পেনের সঙ্গে এক প্রীতি ম্যাচে হেরেছিল। এরপর আর পরাজয়ের স্বাদ নিতে হয়নি বেলজিয়ানদের। অবশেষে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ফিফা র‍্যাংকিংয়ে তিন নম্বরে থাকা দলটি।

মাঝের এই ২৪ ম্যাচে প্রতিপক্ষের জালে গড়ে ৩টি করে ৭৫ বার বল পাঠিয়েছে বেলজিয়াম। এর মধ্যে ১৯ ম্যাচে জয় এবং ৫টিতে ড্র করেছে তারা। ৭৫ গোলের ২০টি লুকাকুর এবং ৯টি হাজার্ডের। আর গোলের ৪০ শতাংশই হয়েছে দ্বিতীয়ার্ধে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর