১১ জুলাই, ২০১৮ ১১:৫৫

জার্মানি-ইতালিকে পেছনে ফেলল ফ্রান্স

অনলাইন ডেস্ক

জার্মানি-ইতালিকে পেছনে ফেলল ফ্রান্স

১৯৯৮ সালের বিশ্বকাপ ঘরে তুলেছিল ফ্রান্স। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফরাসিদের। ৮ বছর পর আবারও ফাইনালে উঠেছিল জিনেদিন জিদানের দল। কিন্তু সেবার আর পেতে উঠতে পারেনি, ইতালির কাছে সেই স্বপ্নে ভাটা পড়ে।

মাঝের ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকাতে পারেন ফ্রান্স। তবে রাশিয়া বিশ্বকাপে আবারও ফাইনালে ফরাসিরা। আর এর মধ্য দিয়ে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি জার্মানি ও ইতালিকে পেছনে ফেললো গ্রিমম্যান-পগবা-এমবাপ্পেরা। কারণ এই ২০ বছরে যে এই তিন দলের মধ্যে ফরাসিরাই বেশি ফাইনাল খেলছে। 

সূত্র: দ্য টেলিগ্রাফ

বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর