১১ জুলাই, ২০১৮ ১২:৪০

ফ্রান্স ফুটবলের বিপক্ষে খেলেছে!

অনলাইন ডেস্ক

ফ্রান্স ফুটবলের বিপক্ষে খেলেছে!

বেলজিয়ামের গোলকিপার থিবাউ কুর্তোয়া ফ্রান্স ও তাদের 'ফুটবল বিরোধী' আচরণে ক্ষিপ্ত হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০তে হারিয়ে ফাইনালে ওঠে গেছে ফ্রান্স। হেরে যাওয়ার চেয়ে ফ্রান্স যেভাবে খেলেছে সেটি নিয়েই বেশি হতাশ কুর্তোয়া।

তিনি বলেন, আমি এজন্য হতাশ যে আমরা এমন কোনো দলের কাছে হেরে যায়নি যায় আমাদের চেয়েও ভালো দল। আমরা এমন দলের কাছে হেরেছি যারা খেলেইনি। শুধু ১১ জন খেলোয়াড় দিয়ে নিজেদের রক্ষা করেছে।

                                             মেয়ে কোলে নিয়ে হতাশ কুর্তোয়া

বেলজিয়ামের সংবাদপত্র হেট নিউজব্লাডকে বলেছেন, ফ্রান্স যেভাবে খেলেছে তা ফুটবলের আদর্শের বিরোধী। তারা নিজেদের ইচ্ছে মতো খেলতেই পারে... কিন্তু তাদের খেলা দেখে ভালো লাগেনি।এটা ফুটবলের জন্যই লজ্জাজনক যে আজ (মঙ্গলবার রাতে) বেলজিয়াম জিততে পারেনি।

রেফারিকে নিয়েও বিরক্ত বেলজিয়াম গোলকিপার, 'শুধু ফ্রান্সের কৌশলই নয়, রেফারিকে নিয়েও প্রশ্ন আছে। তিনিও ঠিকঠাক সিদ্ধান্ত নেননি।'  সূত্র: দ্য সান

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর