১৬ জুলাই, ২০১৮ ০৯:৪৯

মদ্রিচকে ক্রোয়েশিয়া প্রেসিডেন্টের সান্ত্বনা

অনলাইন ডেস্ক

মদ্রিচকে ক্রোয়েশিয়া প্রেসিডেন্টের সান্ত্বনা

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে বলের নিয়ন্ত্রণটা বেশি ছিল ক্রোয়েশিয়ার দখলেই। পুরো প্রথমার্ধ জুড়ে শক্ত অবস্থানে ছিল তারা। দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল জমজমাট। কিন্তু পেনাল্টি ও আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে তারা। ৪-২ গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

গ্রিজম্যান ও হ্যাজার্ডকে হারিয়ে এবারের আসরের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ।কিন্তু বিশ্বকাপের কাছে এসব কিছুই সান্ত্বনা হতে পারে না।

পুরস্কার নিতে আসার পর ফিফা প্রেসিডেন্ট তাকে অভিনন্দন জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে যখন গোল্ডেন বল নিচ্ছিলেন তখন ৩২ বছর বয়সী এ খেলোয়াড়ের চোখে পানি- মাথা ছিল নিচু। পুরোপুরিভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। তারপরও মদ্রিচকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকা ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। সূত্র: দ্য সান

 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর