১৬ জুলাই, ২০১৮ ১০:২৩

ফাইনালের ম্যাচসেরা কে?

অনলাইন ডেস্ক

ফাইনালের ম্যাচসেরা কে?

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০ বছর পর আবারও শিরোপা ঘরে তুললো ফ্রান্স। যদিও এই ম্যাচের গোলস্কোর ছাড়া সবদিক থেকেই এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। তবে শেষ পর্যন্ত রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত আর ডিফেন্ডারদের ভুলে ট্রফি ছুয়ে দেখা হলো না মদরিচদের। আবার ফ্রান্স যে একেবারে খারাপ খেলে শিরোপা ঘরে তুলেছে তা কিন্তু নয়। দুদান্ত খেলেছে এমবাপ্পে, গ্রিজম্যান ও পগবারাও। কিন্তু ক্রোটদের খেলায় যেন চোখে ভাসছে বেশি।

ম্যাচের জয়ী দলেরই হাতে উঠে বেশির ভাগ ম্যাচ সেরার পুরস্কার। এবারও এর ব্যাতিক্রম হয়নি। পুরস্কারটি উঠেছে ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যানের হাতে। ম্যাচের প্রথম যে আত্মঘাতী গোলটি হয়েছিল সেটি ছিল তার নেওয়া ফ্রি-কিক মারিও মানজুকিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেন। আর ফ্রান্সের দ্বিতীয় গোলটি তিনি আদায় করে নেন পেনাল্টি থেকে। ম্যাচসেরা হওয়ার দৌঁড়ে অবশ্য আরও একজন এগিয়ে ছিলেন। তিনি এমবাপ্পে। নিজে একটি গোল করেছেন এবং একটিতে সহায়তা করেছেন। তবে, প্রথমদিকে এগিয়ে যাওয়া দুটি গোলে গ্রিজম্যানের ভূমিকা থাকায় শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কার উঠেছে গ্রিজম্যানের হাতে।

 
বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর