১৬ জুলাই, ২০১৮ ১৩:২৭

আলোচনায় এমবাপ্পে, কে কী বললেন?

অনলাইন ডেস্ক

আলোচনায় এমবাপ্পে, কে কী বললেন?

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপ জয় করেছে ফ্রান্স। রবিবার রাতে আসরের ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফরাসিরা।আর ফ্রান্সের এ জয়ের পেছনে যে কয়জনের অবদান রয়েছে তার মধ্যে অন্যতম কিলিয়েন এমবাপ্পে।

যার স্বীকৃতি হিসেবে ফিফার উদীয়মান ফুটবলারের খেতাব জিতেছেন এমবাপ্পে। এবারের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের এ তারকা। এর মধ্যে ফাইনাল ম্যাচসহ মোট ৪টি গোল করেছেন এমবাপ্পে। ফাইনালে দারুণ এক শটে পরাস্ত করেছেন ক্রোট গোলরক্ষক সোভাসিচকে।

এক ঝাঁক তরুণ ফুটবলারকে নিয়েই রাশিয়া বিশ্বকাপে বাজিমাত করলেন ফ্রান্স কোচ দিদিয়ে ক্লদেই দেশ্যম। ফ্রান্স দ্বিতীয় তরুণ দল হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হল। এই দলের গড় বয়স ২৬ বছর। ১৯৭০ সালে ব্রাজিলের যে দল চ্যাম্পিয়ন হয়েছিল, তার গড় বয়স ছিল ২৫ বছর ১০ মাস। পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে হলেন দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার, যিনি বিশ্বকাপের ফাইনালে গোল পেলেন।

কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে গোল করেছেন পেলে। ব্যাপের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফুটবল সম্রাট রবিবার টুইট করেছেন, ‘কনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার তালিকায় তোমাকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। তোমার মতো ফুটবলারের সঙ্গ সব সময়ই আনন্দ দেয়’। 

ইংল্যান্ডের প্রাক্তন ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড আবার ১৯ বছরের এমবাপ্পেকে আগামী দিনের সেরা ফুটবলার বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। বলেছেন, ‘‘ব্যালন ডি’ওর-এর মঞ্চে আমি এখন থেকেই এমবাপ্পেকে দেখতে পাচ্ছি।’’ 

বিগত দশ বছর ধরে ব্যালন ডি’ওর-এর দাবিদার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিই ছিলেন। প্রাক্তন জার্মান কোচ য়ুর্গেন ক্লিন্সম্যান আবার দাবি করেছেন, ‘‘এমবাপ্পে পুরো ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এই বাচ্চা ছেলেটা যে কোথায় শেষ করবে কে জানে!’’ 

এছাড়া উচ্ছ্বসিত ফরাসি কোচ দেশ্যম বলেছেন, ‘‘অসাধারণ অনুভূতি। সবচেয়ে ভাল লাগছে দ্বিতীয় কনিষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন হল ফ্রান্স। এমবাপ্পে তো ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেল।’’ 

বিডি প্রতিদিন/ ১৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর