রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা
কবিতা

বঙ্গমাতা

কামাল চৌধুরী

বঙ্গমাতা

বটবৃক্ষের পাশে ছিলে তুমি

ছিলে ছায়া, আশ্রয়

তোমার উপমা সর্বংসহা

জগৎ আলোকময়।

 

আঁচলে জড়িয়ে রেখেছ বাংলা

ভয়কে সরিয়ে দূরে

তুমি শাশ্বত নারীর প্রতিমা

সাহসে ও রোদ্দুরে।

 

জাতির রক্তে প্রেরণার শিখা

জননী, বঙ্গমাতা

মমতাময়ী আজ দীপালোকে

তোমার আসন পাতা।

 

তোমার জীবনও জাতির পিতার

জীবনী ও নিঃশ্বাস

স্মৃতিসত্তায় মহীয়সী নারী

সংগ্রামী ইতিহাস।

 

জীবন তোমাকে হারাতে পারেনি

মৃত্যু পারেনি মুছে দিতে

মাগো, তুমি আজো তীব্র আলো

জাতির স্বপ্ন, শোণিতে।

 

মৃত্যু তোমারও চরণের ধূলি

মরণ সাগর তীরে

তোমার স্মরণে হৃদয়ের ফুল

রাখি অবনত শিরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর