শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আলেক্সিয়েভিচের নোবেল জয়

আলেক্সিয়েভিচের নোবেল জয়

নোবেল সাহিত্য পুরস্কার ২০১৫ অর্জন করেছেন বেলারুশের লেখক ও সাংবাদিক সলতিয়েনা আলেক্সিয়েভিচ। তার পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়, আমাদের দৈনন্দিন জীবনের দুঃখ-কষ্ট ও সাহসিকতার বিষয়ে বহুমাত্রিক লেখার জন্য তিনি এ সম্মানজনক পুরস্কার জিতেছেন। মানুষের যাপিত জীবনের যন্ত্রণা তার লেখার প্রধান উপজীব্য। তিনি লেখার উপাদান খুঁজে ফেরেন প্রতিদিনের ঘটনা থেকে। যেহেতু তিনি নিজে একজন সংবাদকর্মী আর এ জন্য মানুষের প্রতি নৈতিক দায়িত্ব পালন তার পেশা। সেই পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা ও মানুষের সামষ্টিক চিন্তার বিকাশকে তিনি তুলে ধরেন তার সাহিত্যে। সলতিয়েনা আলেক্সিয়েভিচ ৬৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন তার ‘ফর হার পলিফনিক রাইটিংস, এ মনুমেন্ট টু সাফারিং অ্যান্ড করেজ ইন আওয়ার টাইম’ বইয়ের জন্য। নোবেল সাহিত্য পুরস্কারের ইতিহাসে আলেক্সিয়েভিচ ১৪তম নারী, যিনি এ গৌরবের অধিকারী হলেন। ২০১৩ সালে কানাডিয়ান ঔপন্যাসিক এলিস মনরো নারী লেখক হিসেবে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। পুরস্কারের অর্থমূল্য আট মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ৯ লাখ ৫০ হাজার ইউএস ডলার। চেরনোবিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে লেখা বইয়ের মাধ্যমেই আলেক্সিয়েভিচ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন। এই দুই ঘটনার ভয়াবহতা তিনি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে, আবেগ দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। বিশ্বযুদ্ধে যে গণহত্যা হয়েছে সেগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা তার লেখায় চিত্রিত হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষতি কিংবা মানবিক বিপর্যয় হয় তা বিশ্বব্যাপী প্রভাব ফেলে। সলতিয়েনা আলেক্সিয়েভিচ সেই বিপর্যয়কে নিপুণভাবে বর্ণনা করেছেন তার রচনায়। তার সেই বইগুলো বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। নোবেল পুরস্কার ছাড়াও তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। সোয়েতলানা আলেক্সিয়েভিচ যার দ্বৈতস্বরের গদ্যকে সুইডিশ একাডেমি অভিহিত করেছে ‘সমকালীন মানব যাতনা আর সাহসিকতার সৌধ’ হিসেবে। রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১২তম লেখক হিসেবে সলতিয়েনা আলেক্সিয়েভিচের নাম ঘোষণা করে। ১৯৪৮ সালের ৩১ মে ইউক্রেনীয় মা ও বেলারুশীয় বাবার ঘরে সভেতলানার আলেক্সিয়েভিচের জন্ম। তার পেশা সাংবাদিকতা। সোভিয়েত-আফগান যুদ্ধ ও চেরনোবিল বিপর্যয় নিয়ে তার লেখা উল্লেখযোগ্য দুটি গ্রন্থ War’s Unwomanly Face ‰es Zinky Boys I Voices from Chernobyl। প্রথম বইটি প্রকাশিত হয় ১৯৮৫ সালে। প্রকাশের পর বইটি প্রায় দুই মিলিয়ন কপি বিক্রি হয়। বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত তার গ্রন্থগুলোই তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এনে দেয়। তার অর্জনে আমাদের অভিনন্দন। -রকমারি ডেস্ক

সর্বশেষ খবর