শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
বই পরিচিতি

মনির

সিলেক্টটেড ওয়ার্কস ১৯৬১-২০১৬

মনির

শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক চারুকলা চর্চার সূচনা হয় গত শতকের পঞ্চাশ দশকে। দিনে দিনে সমৃদ্ধ হয়েছে আমাদের শিল্পাঙ্গন, এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছে। একাধিক শিল্পী প্রবাসে থেকেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এক্ষেত্রে সবার আগে যে নামটি উচ্চারিত হয় তিনি শিল্পী মনিরুল ইসলাম। স্পেন প্রবাসী এই শিল্পীর পরিচিতি গোটা ইউরোপ থেকে শুরু করে আমাদের উপমহাদেশে। চিত্রকলার একাধিক মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রমাণ করেছেন তিনি।  বিশ্বের সমকালীন শ্রেষ্ঠ ছাপচিত্র শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। ছাপচিত্রে তিনি নতুন একটি শিল্পধারা প্রতিষ্ঠা করেছেন, যা ইউরোপজুড়ে ‘স্কুল অব মনিরো’ নামে পরিচিত। তিনি একমাত্র বাংলাদেশি চিত্রশিল্পী যিনি বিশ্ব শিল্পকলার অধিকাংশ বিয়েনেলের জুরি হিসেবে দায়িত্ব পালন করেন। এই মহান শিল্পীর কাজ নিয়ে অতি সম্প্রতি একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘মনির’ নামে এই বইটি প্রকাশ হয়েছে ঢাকা আন্তর্জাতিক লিট ফেস্টে গত ১৯ নভেম্বর। মার্জিয়া ফারহানা সম্পাদিত ‘মনির সিলেক্টটেড ওয়ার্কস ১৯৬১-২০১৬’ বইটি মনিরুল ইসলামের শিল্পী জীবনের উল্লেখযোগ্য শিল্পকর্মের অনুলিপি স্থান পেয়েছে। বইটির মুখবন্ধ লিখেছেন জেরিন মাহমুদ হুসেইন, ভূমিকা লিখেছেন মার্জিয়া ফারহানা। ‘সাবলিমেনশন ইন মনিরুল ইসলামস ওয়ার্ক’ শিরোনামে একটি আলোচনা লিখেছেন শিল্পসমালোচক মুস্তাফা জামান। অত্যন্ত মূল্যবান এই নিবন্ধে শিল্পী মনিরুল ইসলামের শিল্পচর্চার বিভিন্ন দিক ও তার মূল্যায়ন তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে শিল্পী মনিরুল ইসলামের অবদান এবং বাংলাদেশি শিল্পী হিসেবে তার প্রতিনিধিত্বের কথা নিপুণভাবে বর্ণিত হয়েছে। বইটিতে শিল্পীর আঁকা বিভিন্ন পর্বের শিল্পকর্ম স্থান পেয়েছে। মূলত জলরঙ, তৈলচিত্র, ছাপচিত্র, প্রোট্রেট, বিমূর্তচিত্র ইত্যাদি। ‘মনির সিলেক্টটেড ওয়ার্কস ১৯৬১-২০১৬’ বইটি একেবারেই অভিনব। এটি পাঠ করলে একজন মহৎ শিল্পীর জীবন ও কর্ম সম্পর্কে জানার পাশাপাশি তার উল্লেখযোগ্য শিল্পকর্মের সঙ্গে পরিচিত হওয়া যাবে। শিল্পরসিক ও সাধারণ পাঠকদের জন্য এটি মূল্যবান সংগ্রহ হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস। 

হাসানুল কায়সার

সূত্র : নোকতা পাবলিসার্স, ঢাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর