শিরোনাম
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মুহসীন হলের যে কক্ষে থাকতেন তিনি

নাসিমুল হুদা

মুহসীন হলের যে কক্ষে থাকতেন তিনি

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম পুরুষ হুমায়ূন আহমেদ ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হন ১৯৬৮ সালে। ভর্তি হওয়ার পর তাকে ফজলুর রহমান হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজী মুহম্মদ মুহসীন হলে থাকা শুরু করেন। কারণ ছিল ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত মুহসীন হলে তখন লাগানো হয়েছে লিফট। একদিকে নবনির্মিত হল এবং অন্যদিকে বিশ^বিদ্যালয়ের প্রথম লিফট তাকে দারুণভাবে আকর্ষণ করেছিল। উঠেছিলেন হলের ৫৬৪ নং কক্ষে। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের পুরোটাই এখানে অতিবাহিত করেন।

মুহসীন হলের উত্তর ব্লকের সেই কক্ষে এখন থাকছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বিভাগের এমএইচ মাহমুদ এবং ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সুমন সরকার। কক্ষটিতে গিয়ে পাওয়া গেল মাহমুদকে। কথায় কথায় তিনি জানালেন হুমায়ূন আহমেদের এই কক্ষে থাকার গল্প। তবে কোনোটিই তার দেখা নয়, বরং শোনা। তিনি জানালেন, এখন তো আমরা বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা আলাদা করে থাকি। কিন্তু সে সময় রসায়ন বিভাগের হুমায়ুন আহমেদের হল পড়েছিল ফজলুল হক হলে। কিন্তু তিনি নবনির্মিত ভবন এবং লিফটের আকর্ষণে এই হলকে থাকার জন্য বেছে নেন। বিভিন্ন সময় হলের আরও কিছু রুমে থাকলেও বেশিরভাগ সময় তিনি এখানেই থেকেছেন।’ হুমায়ুন আহমেদ তখন মাস্টার্সের ছাত্র। মুহসীন হলের ৫৬৪ নং কক্ষে বসেই তিনি তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ লিখেছিলেন। তবে ১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে সেটি প্রকাশ করা সম্ভব হয়নি। ১৯৭২-এ হুমায়ূনের লেখকবন্ধু আহমদ ছফার উদ্যোগে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। তৎকালীন সাড়া জাগানো প্রখ্যাত বাংলা ভাষাশাস্ত্র পন্ডিত আহমদ শরীফ স্বতঃপ্রবৃত্ত হয়ে এ গ্রন্থটির ভূমিকা লিখে দিলে পাঠক মহলে কৌতূহল সৃষ্টি হয়। তার দ্বিতীয় গ্রন্থ ‘শঙ্খনীল কারাগারে’র সঙ্গেও মুহসীন হলের স্মৃতি জড়িত।

সর্বশেষ খবর