শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এক নজরে

এক নজরে

তাকে এক নজরে চেনা যায় তার লেখনী দিয়ে। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, বহুব্রীহি, কবি, জোছনা ও জননীর গল্প, মধ্যাহ্ন, প্রিয়তমেষু, অপেক্ষা, বাদশাহ নামদার, দেয়াল...। তিনি ক্ষণজম্মা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আমাদের ছেড়ে গেছেন ২০১২ সালের ১৯ জুলাই। যার শুরুটা ছিল নেত্রকোনা জেলার কুতুবপুরে। কিংবদন্তি হুমায়ূন আহমেদের ডাকনাম কাজল। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জম্মগ্রহণ করেন। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা শহীদ মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান ও মা আয়েশা ফয়েজ। বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন বিধায় শৈশবে তিনি দেশের নানা স্কুলে পড়ার সুযোগ পেয়েছেন। ১৯৬৫ সালে বগুড়া জিলা স্কুল থেকে তিনি সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হয়ে এসএসসি পাস করেন। ঢাকা কলেজ থেকে ১৯৬৭ সালে এইচএসসি পরীক্ষাতেও তিনি মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। ১৯৭২ সালে রসায়ন বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর পাস করে তিনি একই বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে প্রফেসর জোশেফ এডওয়ার্ড গ্লাসের তত্ত্বাবধানে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার আত্মপ্রকাশ ১৯৭২ সালে ‘নন্দিত নরক’ উপন্যাসের মধ্য দিয়ে। উপন্যাসের ক্যানভাসে মধ্যবিত্ত জীবন রচনার পাশাপাশি অসাধরণ সব সায়েন্স ফিকশন, ছোটগল্প, কবিতা, গান, নাটক লিখেছেন তিনি। প্রায় তিন শতাধিক বই প্রকাশ পেয়েছে এই কালজয়ী লেখকের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর